রবিবার, ২০ নভেম্বর, ২০১১

সদালাপ ভাবনা


আসসালামু আলাইকুম,
পাঠক, ব্লগার সবাইকে আন্তরিক মোবারকবাদ দিয়ে শুরু করছি আমার প্রথম পোষ্ট
সদালাপ এবং ব্লগ বিষয়ক আমার একান্ত নিজস্ব কিছু ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই
১) সদালাপ এর স্লোগান হচ্ছে- "দেশী-বিদেশী বাংলাদেশীদের ই-জার্নাল"এই বিষয়ে যে প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে..... বাংলাদেশী বলে সংক্ষিপ্ত করা হলো কেন...? কেন বাঙালি বা বাংলাভাষী নয়?
আমার মতে- যেহেতু এটি একটি ব্লগ সাইট এবং বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কোন বাংলাভাষী তার ভাল লাগা থেকে এই সাইটে ভিজিট করতে পারেসুতরাং এই বিষয়টা খেয়াল করে স্লোগান টা পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করি

২) সাইটে ভিজিটের পর যে বিষয় টা আসে তা হলো রেজিষ্টার হওয়া বা সদস্য হওয়াএজন্য প্রথমে সবাই (আমার উপর নির্ভর করে বলছি) সাইটের নীতিমালা কি থাকে দেখে নেয়কিন্তু নীতিমালা ইংরেজীতে হওয়ায় সবাই তা বুঝতে পারে নাকারণ, ভাষার ক্ষেত্রে সময় টা ইংরেজী প্রধান হলেও সবাই যে ইংরেজীতে সমান পারঙ্গম হবে এমন নয়যেমন ধরুন, সদ্য ইন্টারমিডিয়েট পাশ করা কোন ছেলে নীতিমালা পড়ে বুঝতে নাও পারেকিংবা ইংরেজীতে দুর্বল যে কোন বয়সের ব্যক্তি উক্ত নীতিমালায় কি আছে তা কিভাবে বুঝতে পারবে...? তাই আমি মনে করি পাতাটি বাংলায় অনুবাদ করে দিলে ভাল হয়
৩) এরপর সদস্য হওয়াটা খুবই সহজ (অন্যান্য সাইটের চেয়ে)কিন্তু এরপর প্রোফাইলে গিয়ে কি করা উচিত তা বুঝাটা দূরূহ ব্যাপারতাই অনুমান এবং পুর্ব অভিজ্ঞতার ভিত্তিতে (অন্য ব্লগ দেখে) যা ঠিক মনে হয়েছে তা পূরণ করেছিএই দিকটাও পরিবর্তনের প্রয়োজন বলে মনে করি

৩) এরপর আসে মন্তব্য/পোষ্ট করাকি-বোর্ডের কথায় আসিসবাই অভ্রতে সাবলিল হবে এমন তো নয়জনপ্রিয়তার কথা বিবেচনায় না এনে পাঠককল্যাণের (জনকল্যাণের) দিক ভেবে বিজয়, ইউনিজয় সহ ইউনিকোড সাপোর্ট করে এমন কি-বোর্ড লে-আউট যোগ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি

৪) মন্তব্য করার পর যেটা বিরক্তিকর তা হলো মডারেশনে যাওয়া, কেন...? যদি কেউ অশালীন, অপ্রাসঙ্গিক, ব্যক্তি আক্রমণমূলক কিংবা নীতিমালা বিরোধী মন্তব্য করে থাকে.. তবে তা মুছে দেওয়া হউক কিন্তু অবশ্যই প্রকাশিত হওয়ার পরএতে ¯^”QZv বৃদ্ধি পাবে বলে মনে করি

৫) অনেকের মতো আমিও ব্লগকে ভার্চুয়াল আড্ডার আদর্শ স্থান বলে মনে করিকিন্তু সদালাপর প্রথম পাতায় এমন কোন অপশন নাই যে, কোন কোন ব্লগার অনলাইনে আছেন তা বুঝা যায় নাকিন্তু আড্ডার ক্ষেত্রে সবচাইতে জরুরী বিষয় হচ্ছে উপস্থিতি নিশ্চিত হওয়া বা করাতাই এই ফিচার টা যোগ করা যায় কিনা ভেবে দেখা উচিত এবং লেখক-লেখিকার তালিকা ফিচারটি না রাখাই উত্তমসামপ্রতিক মন্তব্য ফিচারে একটি পোষ্ট একটি মন্তব্য এই নীতি নেওয়া মনে হয় ভাল হবেএতে সর্বশেষ মন্তব্যটি দেখা যাবে এবং অনেক পোষ্ট যা প্রথম পাতায় নেই, তা নজরে পড়বে

৬) যে আকারে ব্যানার টানানো হয়েছে, তা পরিহার করে ছোট্টা করে মনোগ্রাম বা লোগো স্টাইলে সদালাপর কোন পরিচিতি রেখে সময়পোযোগী বিশেষতঃ কোন কোন উসব উপলক্ষে ব্যানার টানানো উচিত বলে মনে করিএতে সাইটটি যে সক্রিয় এবং সদা হাস্যময় তা উদ্ভাসিত হয়ে উঠবে

সবার প্রতি শুভকামনা রইলওয়াসসালাম
ফরিদ মিঞা। 

 এটি http://www.shodalap.org/?p=7449 তে প্রথম প্রকাশিত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন